জবুর শরীফ 119:118-124 BACIB

118 তুমি তাদের সকলকে হেয়জ্ঞান করেছ,যারা তোমার বিধি-পথ থেকে ভুল পথে চলে;কেননা তাদের প্রবঞ্চনা অসার।

119 তুমি দুনিয়ার সমস্ত দুষ্টকে আবর্জনার মত দূর করে থাক,তাই আমি তোমার নির্দেশগুলো ভালবাসি।

120 তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়,তোমার বিচারগুলোতে আমি ভীত হই।

121 আমি ন্যায়বিচার ও সঠিক কাজ করেছি,আমাকে জুলুমবাজদের হাতে তুলে দিও না।

122 তুমি নিজের গোলামের মঙ্গল নিশ্চিত কর,অহঙ্কারীরা আমার প্রতি জুলুম না করুক।

123 আমার চোখ ক্ষীণ হচ্ছে, তোমার উদ্ধারের জন্য,ও তোমার ধর্মময় প্রতিজ্ঞা পূর্ণতার জন্য।

124 তোমার অটল মহব্বত অনুসারে তোমার গোলামের সঙ্গে ব্যবহার কর,আর তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।