161 শাসনকর্তারা অকারণে আমাকে তাড়না করেছে,কিন্তু আমার মন তোমার কালামগুলোতে ভীত হয়।
162 আমি তোমার কালামে আনন্দ করি,যেমন মহালুট পেলে লোকে আনন্দ করে।
163 আমি মিথ্যাকে হিংসা করি, ঘৃণা করি,তোমার শরীয়ত ভালবাসি।
164 আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।
165 যারা তোমার শরীয়ত ভালবাসে,তাদের পরম শান্তি হয়, তাদের হোঁচট লাগে না।
166 মাবুদ, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করেছি,ও তোমার সমস্ত হুকুম পালন করেছি।
167 আমার প্রাণ তোমার নির্দেশগুলো পালন করেছে,আমি সেসব অতিশয় মহব্বত করি।