জবুর শরীফ 119:69-75 BACIB

69 অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছে,আমি সর্বান্তঃকরণে তোমার আদেশমালা পালন করবো।

70 ওদের অন্তঃকরণ চর্বির মত স্থূল;কিন্তু আমি তোমার শরীয়তে আনন্দ করি।

71 আমি যে দুঃখার্ত হয়েছি, এই আমার পক্ষে উত্তম,যেন আমি তোমার বিধি শিখতে পাই।

72 তোমার মুখের শরীয়ত আমার পক্ষে উত্তম,হাজার হাজার সোনার ও রূপার মুদ্রার চেয়ে উত্তম।

73 তোমার হাত আমার গঠন ও স্থিতি করেছে;আমাকে বিবেচনা দাও, যেন তোমার সমস্ত হুকুম শিখতে পারি।

74 যারা তোমাকে ভয় করে, তারা আমাকে দেখে আনন্দিত হবে,কারণ আমি তোমার কালামে প্রত্যাশা করেছি।

75 হে মাবুদ, আমি জানি তোমার সকল বিচার ধর্মময়,আর তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়াছ।