জবুর শরীফ 135:6-12 BACIB

6 মাবুদ যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন,আসমানে, দুনিয়াতে, সমুদ্রগুলোতেও সমস্ত জলধি-মধ্যে করেছেন।

7 তিনি দুনিয়ার প্রান্ত থেকে বাষ্প উত্থাপন করেন,তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ উৎপন্ন করেন,তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।

8 তিনি মিসরের প্রথমজাতদের আঘাত করেছিলেন,মানুষ ও পশু উভয়ের মধ্যে।

9 হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠিয়েছিলেন,ফেরাউনের ও তাঁর সমস্ত গোলামের বিরুদ্ধে।

10 তিনি আঘাত করেছিলেন বড় বড় জাতিকে,হত্যা করেছিলেন বিক্রমী বাদশাহ্‌দেরকে;

11 আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে,বাশনের বাদশাহ্‌ ওগকে ও কেনানের সমস্ত রাজ্যকে।

12 তিনি তাদের দেশ অধিকার হিসেবে দিলেন,নিজের লোক ইসরাইলের অধিকার হিসেবে দিলেন।