জবুর শরীফ 138:3-8 BACIB

3 যেদিন আমি ডাকলাম, তুমি আমাকে উত্তর দিলে,আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে উৎসাহযুক্ত করলে।

4 হে মাবুদ, দুনিয়ার সমস্ত বাদশাহ্‌ তোমার প্রশংসা করবে,কারণ তারা তোমার মুখের কালাম শুনেছে।

5 তারা মাবুদের পথগুলোর বিষয় নিয়ে গজল গাইবে,কেননা মাবুদের গৌরব মহৎ।

6 কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন,কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।

7 যদিও আমি সঙ্কটের মধ্য দিয়ে গমন করি,তবু তুমি আমাকে রক্ষা করে থাক আমার দুশমনদের ক্রোধের হাত থেকে;তুমি তোমার হাত বাড়িয়ে দাও,এবং তোমার দক্ষিণ হাত দিয়ে আমাকে উদ্ধার কর।

8 মাবুদ আমার পক্ষে সকলই সিদ্ধ করবেন;হে মাবুদ, তোমার অটল মহব্বত অনন্তকালস্থায়ী;তোমার স্বহস্তের কাজ পরিত্যাগ করো না।