জবুর শরীফ 139:16-22 BACIB

16 তোমার চোখ আমাকে পিণ্ডাকার দেখেছে,তোমার কিতাবে সমস্তই লেখা ছিল,যা দিন দিন গঠিত হচ্ছিল,যখন সেই সবের একটিও ছিল না।

17 হে আল্লাহ্‌, আমার পক্ষে তোমার সমস্ত সঙ্কল্প কেমন মূল্যবান।তার সমষ্টি কেমন বেশি!

18 গণনা করলে তা বালুকার চেয়ে বহুসংখ্যক হয়;আমি যখন জেগে উঠি, তখনও তোমার কাছে থাকি।

19 হে আল্লাহ্‌, তুমি নিশ্চয়ই দুষ্টকে হত্যা করবে;হে রক্তপাতীরা, আমার কাছ থেকে দূর হও—

20 তারা দুষ্টভাবে তোমার নাম উচ্চারণ করে;তোমার দুশমনেরা তা অনর্থক গ্রহণ করে।

21 হে মাবুদ, যারা তোমাকে হিংসা করে,আমি কি তাদেরকে হিংসা করি না?যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায়,তাদের প্রতি কি আমি বিরক্ত হই না?

22 আমি সম্পূর্ণভাবে তাদেরকে হিংসা করি;তাদেরকে আমারই দুশমন মনে করি।