4 যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই,হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।
5 তুমি আমার চারপাশ ঘিরে রেখেছে,আমার উপরে তোমার হাত রেখেছ।
6 এই জ্ঞান আমার কাছে অতি আশ্চর্য,তা উঁচু, আমার বোধের অগম্য।
7 আমি তোমার রূহ্ থেকে কোথায় যাব?তোমার সাক্ষাৎ থেকে কোথায় পালাব?
8 যদি বেহেশতে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি।
9 যদি অরুণের পাখায় আরোহণ করি,যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,
10 সেখানেও তোমার হাত আমাকে চালাবে,তোমার ডান হাত আমাকে ধরবে।