জবুর শরীফ 140:2-8 BACIB

2 তারা মনে মনে দুষ্ট কল্পনা করে।প্রতিদিন যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে।

3 তারা সাপের মত নিজ নিজ জিহ্বা ধারালো করেছে,তাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসাপের বিষ থাকে। [সেলা।]

4 হে মাবুদ, দুষ্টের হাত থেকে আমাকে পাহারা দাও,দুর্জন থেকে আমাকে রক্ষা কর;তারা আমার পা ফাঁদে ফেলবার সঙ্কল্প করেছে।

5 অহঙ্কারীরা গোপনে আমার জন্য ফাঁদ ও দড়ি প্রস্তুত করেছে,তারা পথের পাশে জাল পেতেছে,আমার জন্য ফাঁদ বসিয়েছে। [সেলা।]

6 আমি মাবুদকে বললাম, তুমি আমার আল্লাহ্‌;হে মালিক, আমার ফরিয়াদে কান দাও।

7 হে সার্বভৌম মাবুদ, আমার শক্তিশালী উদ্ধারকর্তা,যুদ্ধের দিনে তুমি আমার মাথা আচ্ছাদন করেছ।

8 হে মাবুদ, দুষ্টের বাসনা পূর্ণ করো না;তার সঙ্কল্প সিদ্ধ করো না, পাছে তারা গর্বিত হয়। [সেলা।]