8 তিনি মেঘমালায় আসমান আচ্ছন্ন করেন,তিনি দুনিয়ার জন্য বৃষ্টি প্রস্তত করেন,তিনি পর্বতমালার উপরে ঘাস জন্মাতে দেন।
9 তিনি পশুকে তার খাদ্য দেন,দাঁড়কাকের বাচ্চাগুলোকে দেন, যারা ডেকে উঠে।
10 ঘোড়ার বলে তিনি আনন্দ করেন না,পুরুষের চরণের শক্তিতেও সন্তুষ্ট হন না।
11 মাবুদ তাদের উপর সন্তুষ্ট,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,যারা তাঁর অটল মহব্বতের অপেক্ষায় থাকে।
12 হে জেরুশালেম, মাবুদের গুণ ঘোষণা কর;হে সিয়োন, তোমার আল্লাহ্র প্রশংসা কর।
13 কেননা তিনি তোমার দ্বারের সমস্ত অর্গল দৃঢ় করে দিয়েছেন,তিনি তোমার মধ্যে তোমার সন্তানদেরকে দোয়া করেছেন।
14 তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন,তিনি উৎকৃষ্ট গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।