জবুর শরীফ 17:1-6 BACIB

1 হে মাবুদ, ন্যায় আবেদন শোন,আমার কাতরোক্তিতে মনোযোগ দাও,আমার মুনাজাতে কান দাও;তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়।

2 তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক;যা ন্যায্য, তার প্রতি তোমার দৃষ্টি পড়ুক।

3 তুমি আমার অন্তর পরীক্ষা করেছ,রাতের বেলায় আমার তত্ত্বানুসন্ধান করেছ,তুমি আমাকে পরীক্ষা করেছ, কিছু পাও নি;আমি স্থির করলাম, আমার মুখ গুনাহ্‌ করবে না।

4 মানুষ যে সব কাজ করে তা না করে,তোমার মুখের কালামের সাহায্যে,আমি দুর্জনের পথ থেকে সাবধান হয়েছি।

5 আমার পদক্ষেপ তোমার পথে স্থির রয়েছে,আমার চরণ বিচলিত হয় নি।

6 আমি তোমাকে ডাকলাম, কেননা, হে আল্লাহ্‌,তুমি আমাকে উত্তর দেবে;আমার প্রতি কান দাও, আমার কথা শোন।