12 সে বিদারণ করতে উৎসুক কেশরীর মত,অন্তরালে উপবিষ্ট যুবসিংহের মত।
13 হে মাবুদ, উঠ, তাকে প্রতিরোধ কর, তাকে পেড়ে ফেল,তোমার তলোয়ার দ্বারা দুষ্ট লোক থেকে আমার প্রাণ বাঁচাও।
14 হে মাবুদ, তোমার হাত দিয়ে মানুষের হাত থেকে,সাংসারিক মানুষের থেকে, আমাকে বাঁচাও,তাদের উত্তরাধিকার তো এই জীবনে;তুমি নিজের ধনে তাদের উদর পূর্ণ করছো;তারা সন্তানে তৃপ্ত হয়,নিজ নিজ শিশুদের জন্য তাদের অবশিষ্ট সম্পত্তি রেখে যায়।
15 আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করবো,জেগে উঠে তোমার রূপ দেখে তৃপ্ত হব।