জবুর শরীফ 19:3-9 BACIB

3 বাণী নেই, ভাষাও নেই,তাদের আওয়াজ শোনা যায় না।

4 তাদের স্বর সারা দুনিয়াতে ব্যাপ্ত,তাদের কালাম দুনিয়ার সীমা পর্যন্ত ব্যাপ্ত;তাদের মধ্যে তিনি সূর্যের জন্য একটি তাঁবু স্থাপন করেছেন।

5 সে বরের মত তাঁর বাসরগৃহ থেকে বেরিয়ে আসে,বীরের মত স্বীয় পথে দৌড়াবার জন্য আনন্দ করে।

6 সে আসমানের প্রান্ত থেকে যাত্রা করে,অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসে;তার উত্তাপে কোন বস্তু লুকিয়ে থাকে না।

7 মাবুদের নির্দেশ সিদ্ধ, প্রাণের জন্য স্বাস্থ্যকর;মাবুদের সাক্ষ্য বিশ্বসনীয়, সরল লোকদের জ্ঞানদায়ক।

8 মাবুদের সমস্ত আদেশমালা যথার্থ, অন্তরের আনন্দবর্ধক;মাবুদের হুকুম নির্মল, চোখকে আলোকিত করে তোলে।

9 মাবুদের ভয় পবিত্র, চিরস্থায়ী,মাবুদের সমস্ত অনুশাসন সত্য, সর্বাংশে ন্যায্য।