জবুর শরীফ 21:1-7 BACIB

1 হে মাবুদ, তোমার বলে বাদশাহ্‌ আনন্দ করেন,তিনি তোমার সাহায্য লাভে কতই উল্লসিত হন।

2 তুমি তাঁর মনোবাঞ্ছা পূর্ণ করেছ,তাঁর ওষ্ঠের মুনাজাত অস্বীকার কর নি।[সেলা।]

3 কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাঁর সম্মুখবর্তী হয়েছ,তুমি তাঁর মাথায় সোনার মুকুট দিয়েছ।

4 তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করেছিলেন,তুমি তাঁকে অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়েছ।

5 তোমার সাহায্য লাভে তিনি মহাগৌরবান্বিত;তুমি তাঁর উপরে গৌরব ও মহিমা রেখেছ।

6 তুমি তাঁকে চিরস্থায়ী দোয়াযুক্ত করেছ,তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।

7 কারণ বাদশাহ্‌ মাবুদের উপর নির্ভর করেন,সর্বশক্তিমানের অটল মহব্বতে তিনি বিচলিত হবেন না।