জবুর শরীফ 22:10-16 BACIB

10 গর্ভ থেকে আমি তোমার হাতে নিক্ষিপ্ত;আমার মাতৃজঠর থেকে তুমিই আমার আল্লাহ্‌।

11 আমা থেকে দূরে থেকো না,সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেউ নেই।

12 অনেক ষাঁড় আমাকে বেষ্টন করেছে,বাশনের বলবান বলদেরা আমাকে ঘিরে ধরেছে।

13 তারা আমার প্রতি মুখ খুলে হা করে,বিদীর্ণকারী সিংহ যেন গর্জন করছে।

14 আমাকে পানির মত সেচন করা হচ্ছে,আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে,আমার হৃদয় মোমের মত হয়েছে,তা অন্ত্রগুলোর মধ্যে গলে গলে পড়ছে।

15 আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে,আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে,তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।

16 কেননা কুকুরেরা আমাকে ঘিরে ধরেছে,দুর্বৃত্তদের মণ্ডলী আমাকে বেষ্টন করেছে;তারা আমার হস্তপদ বিদ্ধ করেছে।