জবুর শরীফ 22:15-21 BACIB

15 আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে,আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে,তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।

16 কেননা কুকুরেরা আমাকে ঘিরে ধরেছে,দুর্বৃত্তদের মণ্ডলী আমাকে বেষ্টন করেছে;তারা আমার হস্তপদ বিদ্ধ করেছে।

17 আমি আমার সমস্ত অস্থি গণনা করতে পারি;ওরা আমার প্রতি দৃষ্টিপাত করে, চেয়ে থাকে।

18 তারা নিজেদের মধ্যে আমার কাপড়-চোপড় ভাগ করে,আমার কাপড়ের জন্য গুলিবাঁট করে।

19 কিন্তু হে মাবুদ, তুমি দূরে থেকো না;হে আমার সহায়, আমার সাহায্য করতে তাড়াতাড়ি এগিয়ে এসো।

20 তলোয়ার থেকে আমার প্রাণ উদ্ধার কর,আমার একমাত্র [রূহ্‌] কুকুরের হাত থেকে উদ্ধার কর।

21 নিস্তার কর আমাকে সিংহের মুখ থেকে,আর বন্য ষাঁড়ের শিং থেকে—তুমি আমাকে উত্তর দিয়েছ।