জবুর শরীফ 22:19-25 BACIB

19 কিন্তু হে মাবুদ, তুমি দূরে থেকো না;হে আমার সহায়, আমার সাহায্য করতে তাড়াতাড়ি এগিয়ে এসো।

20 তলোয়ার থেকে আমার প্রাণ উদ্ধার কর,আমার একমাত্র [রূহ্‌] কুকুরের হাত থেকে উদ্ধার কর।

21 নিস্তার কর আমাকে সিংহের মুখ থেকে,আর বন্য ষাঁড়ের শিং থেকে—তুমি আমাকে উত্তর দিয়েছ।

22 আমি আমার ভাইদের কাছে তোমার নাম তবলিগ করবো;সমাজের মধ্যে তোমার নামের প্রশংসা করবো।

23 মাবুদের ভয়কারীগণ! তাঁর প্রশংসা কর;ইয়াকুবের সমস্ত বংশ! তাঁকে সম্মান কর;তাঁকে ভয় কর, ইসরাইলের সমস্ত বংশ!

24 কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নি;তিনি তা থেকে তাঁর মুখও লুকান নি;বরং আমি তাঁর কাছে কান্না করতে তিনি শুনলেন।

25 মহাসমাজে তোমা থেকে আমার প্রশংসা জন্মে,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাদের সাক্ষাতে আমি আমার সমস্ত মানত পূর্ণ করবো।