জবুর শরীফ 25:6-12 BACIB

6 হে মাবুদ, তোমার করুণা ও অটল মহব্বত স্মরণ কর,কেননা উভয়ই অনাদি কাল থেকে আছে।

7 আমার যৌবনের গুনাহ্‌ ও আমার সমস্ত অধর্ম স্মরণ করো না,হে মাবুদ, তোমার মঙ্গলভাবের অনুরোধে,তোমার অটল মহব্বত অনুসারে আমাকে স্মরণ কর।

8 মাবুদ মঙ্গলময় ও সরল,এজন্য তিনি গুনাহ্‌গারদের পথ দেখান।

9 তিনি নম্রদের ন্যায়বিচারের পথে চালান,নম্রদেরকে তাঁর পথ দেখিয়ে দেন।

10 যারা তাঁর নিয়ম ও নির্দেশ পালন করে,তাদের পক্ষে মাবুদের সমস্ত পথ অটল মহব্বত ও বিশ্বস্ততায় পূর্ণ।

11 তোমার নামের গুণে,হে মাবুদ, আমার অপরাধ মাফ কর,কেননা তা গুরুতর।

12 সেই ব্যক্তি কে যে মাবুদকে ভয় করে?তিনি তাকে সেই পথ সম্বন্ধে শিক্ষা দেবেনযে পথে তাকে চলতে হবে।