1 মাবুদ আমার নূর, আমার উদ্ধার,আমি কাকে ভয় করবো?মাবুদ আমার জীবন দুর্গ,আমি কাকে দেখে ত্রাসযুক্ত হব?
2 দুর্বৃত্তরা যখন আমার মাংস খেতে কাছে এল,তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খেয়ে পড়লো।
3 যদিও সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,তবুও আমার অন্তঃকরণ ভয় পাবে না;যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়,তবুও, তখনও আমি সাহস করবো।
4 মাবুদের কাছে আমি একটি বিষয় যাচ্ঞা করেছি,আমি তারই খোঁজ করবো,যেন জীবনের সমুদয় দিন মাবুদের গৃহে বাস করি,মাবুদের সৌন্দর্য দেখবার জন্য,ও তাঁর বায়তুল মোকাদ্দসে খোঁজ করার জন্য।
5 কেননা বিপদের দিনে তিনি তাঁর কাঁধে আমাকে লুকিয়ে রাখবেন,তাঁর তাঁবুর অন্তরালে আমাকে লুকিয়ে রাখবেন;তিনি শৈলের উপরে আমাকে স্থাপন করবেন।