জবুর শরীফ 27:5-11 BACIB

5 কেননা বিপদের দিনে তিনি তাঁর কাঁধে আমাকে লুকিয়ে রাখবেন,তাঁর তাঁবুর অন্তরালে আমাকে লুকিয়ে রাখবেন;তিনি শৈলের উপরে আমাকে স্থাপন করবেন।

6 আর এখন আমার চারদিকের দুশমনদের চেয়ে আমার মাথা উন্নত হবে,আমি তাঁর তাঁবুতে আনন্দধ্বনির সঙ্গে উৎসর্গ করবো,আমি মাবুদের উদ্দেশে প্রশস্তি ও গজল গাইব।

7 হে মাবুদ, শোন, আমি স্বরবে আহ্বান করি;আমার প্রতি রহম কর, আমাকে উত্তর দাও।

8 আমার অন্তর তোমাকে বললো, ‘তাঁর মুখের খোঁজ কর’;মাবুদ, আমি তোমার খোঁজ করবো।

9 আমা থেকে তোমার মুখ আচ্ছাদন করো না।ক্রোধে তোমার গোলামকে দূর করো না;তুমি আমার সহায় হয়ে আসছ;হে আমার উদ্ধারের আল্লাহ্‌,আমাকে ফেলে দিও না, ত্যাগ করো না।

10 আমার পিতা-মাতা আমাকে ত্যাগ করেছেন,কিন্তু মাবুদ আমাকে তুলে নেবেন।

11 হে মাবুদ, তোমার পথ আমাকে শেখাও,সমান পথে আমাকে গমন করাও,আমার দুশমনদের জন্য তা কর।