5 তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন;দুনিয়া মাবুদের অটল মহব্বতে পরিপূর্ণ।
6 আসমান নির্মিত হল মাবুদের কালামে,তার সমস্ত বাহিনী তাঁর মুখের শ্বাসে।
7 তিনি সমুদ্রের জলরাশি একস্থানে সঞ্চিত করেন,তিনি সমস্ত জলধি ভাণ্ডারে রাখেন।
8 সমস্ত দুনিয়া মাবুদকে ভয় করুক;দুনিয়ার নিবাসী সকলে তাঁর থেকে ভীত হোক।
9 তিনি কথা বললেন, আর উৎপত্তি হল,তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।
10 মাবুদ জাতিদের মন্ত্রণা ব্যর্থ করেন,তিনি লোকবৃন্দের সমস্ত সঙ্কল্প বিফল করেন।
11 মাবুদের মন্ত্রণা চিরকাল স্থির থাকে,তাঁর অন্তরের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী।