জবুর শরীফ 35:10-16 BACIB

10 আমার সকল অস্থি বলবে,হে মাবুদ, তোমার মত আর কে আছে?তুমিই দুঃখীকে তার চেয়ে বলবান ব্যক্তি থেকে,দুঃখী দরিদ্রকে তার লুণ্ঠনকারী থেকে, উদ্ধার করে থাক।

11 দুর্বৃত্ত সাক্ষীরা উঠছে, আমি যা জানি না,তা আমার কাছে জানতে চায়।

12 তারা উপকারের পরিবর্তে আমার অপকার করে,তাতে আমার প্রাণ এতিম হয়।

13 কিন্তু তাদের অসুস্থতার সময়ে আমি চট পরতাম,আমি রোজা দ্বারা আমার প্রাণকে দুঃখ দিতাম,আমার মুনাজাত আমার বুকে ফিরে আসবে।

14 আমি তাদেরকে নিজের বন্ধুবা নিজের ভাই বলে মনে করতাম,আমি মাতৃশোকাতুরের মত শোকার্ত হয়ে অধোমুখে থাকতাম।

15 তবুও তারা আমার পদস্খলনে আনন্দিত হল ও সকলে একত্র হল;অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হল,তারা আমাকে বিদীর্ণ করলো, ক্ষান্ত হল না।

16 আল্লাহ্‌বিহীনদের বিদ্বেষপূর্ণ উপহাসের মততারা আমার প্রতি দাঁতে দাঁত ঘর্ষণ করলো।