জবুর শরীফ 35:16-22 BACIB

16 আল্লাহ্‌বিহীনদের বিদ্বেষপূর্ণ উপহাসের মততারা আমার প্রতি দাঁতে দাঁত ঘর্ষণ করলো।

17 হে মাবুদ, তুমি কতকাল দেখবে?রক্ষা কর আমার প্রাণ তাদের ধ্বংস থেকে,আমার একমাত্র (রূহ্‌) সিংহদের থেকে।

18 আমি মহাসমাজের মধ্যে তোমার প্রশংসা করবো,বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করবো।

19 আমার দুশমনদেরকে আমার বিষয়ে অন্যায় আনন্দ করতে দিও না,যারা অকারণে আমাকে হিংসা করে,তাদেরকে ভ্রুকুটি করতে দিও না।

20 কেননা তারা শান্তির কথা বলে না,কিন্তু দেশের শান্ত মানুষের বিরুদ্ধে ছলের কথা কল্পনা করে।

21 তারা আমার বিরুদ্ধে মুখ ভেঙ্গাতো;বলতো, ”অহো! অহো! আমাদের চোখ দেখেছে।”

22 হে মাবুদ তুমি দেখেছ, নীরব থেকো না;প্রভু, আমা থেকে দূরবর্তী হয়ো না।