জবুর শরীফ 36:2-8 BACIB

2 সে নিজের দৃষ্টিতে নিজের গর্ব করে বলে,আমার অধর্ম আবিষ্কৃত ও ঘৃণিত হবে না।

3 তার মুখের কালাম অধর্ম ও ছলমাত্র;সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করেছে।

4 সে তার বিছানায় অধর্ম কল্পনা করে,সে কুপথে দাঁড়িয়ে থাকে, সে দুষ্কর্ম ঘৃণা করে না।

5 হে মাবুদ, তোমার অটল মহব্বত আসমানগুলোতে ব্যাপ্ত,তোমার বিশ্বস্ততা আকাশ ছোঁয়া।

6 তোমার ধর্মশীলতা আল্লাহ্‌র পর্বতগুলোর মত,তোমার সমস্ত বিচার মহাজলধিস্বরূপ;হে মাবুদ, তুমি মানুষ ও পশু রক্ষা করে থাক।

7 হে আল্লাহ্‌ তোমার অটল মহব্বত কেমন বহুমূল্য!সমস্ত লোক তোমার পক্ষচ্ছায়ার নিচে আশ্রয় পায়।

8 তারা তোমার বাড়ির পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়,তুমি তাদের তোমার আনন্দ নদীর পানি পান করিয়ে থাক।