জবুর শরীফ 37:6-12 BACIB

6 তিনি আলোর মত তোমার ধার্মিকতা,মধ্যাহ্ন কালের মত তোমার বিচার প্রকাশ করবেন।

7 মাবুদের কাছে নীরব হও, তাঁর অপেক্ষায় থাক;যে তার পথে কৃতকার্য হয়, তার বিষয়ে,যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তার বিষয়ে রুষ্ট হয়ো না।

8 ক্রোধ থেকে নিবৃত্ত হও, ক্রোধ ত্যাগ কর,রুষ্ট হয়ো না, হলে কেবল দুষ্কার্য করবে।

9 কারণ দুরাচারেরা উচ্ছিন্ন হবে,কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে,তারাই দেশের অধিকারী হবে।

10 আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না,তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।

11 কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হবে,এবং প্রচুর শান্তির দরুন আনন্দ করবে।

12 দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।