জবুর শরীফ 39:2-8 BACIB

2 আমি নীরবে বোবা হয়ে রইলাম,সৎ কথা বলা থেকেও বিরত থাকলাম,আর আমার ব্যথা বেড়ে গেল।

3 আমার অন্তর আমার ভেতরে তপ্ত হয়ে উঠলো;ভাবতে ভাবতে আগুন জ্বলে উঠলো;তারপর আমি কথা বললাম,

4 মাবুদ, আমার অন্তিমকাল আমাকে জানাও,আমার আয়ুর পরিমাণ কি, জানাও,আমি জানতে চাই, আমি কেমন ক্ষণিক।

5 দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করেছ,আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ;সত্যি, প্রত্যেক মানুষ স্থিরীকৃত হলেও নিতান্ত অসার। [সেলা।]

6 সত্যি, মানুষ ছায়ার মত গমনাগমন করে,সত্যি, তারা অসারতার জন্যই ব্যতিব্যস্ত;সে ধনরাশি সঞ্চয় করে,কিন্তু কে তা সংগ্রহ করবে, জানে না।

7 এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি?তোমাতেই আমার প্রত্যাশা।

8 আমার সমস্ত অধর্ম থেকে আমাকে উদ্ধার কর,আমাকে মূঢ় লোকের ধিক্কারের পাত্র করো না।