জবুর শরীফ 40:5-11 BACIB

5 হে মাবুদ, আমার আল্লাহ্‌, তুমিই প্রচুর পরিমাণে সাধন করেছআমাদের পক্ষে তোমার অলৌকিক সমস্ত কাজ ও তোমার সমস্ত সঙ্কল্প;তোমার মত কেউ নেই;আমি সেগুলো বলতাম ও বর্ণনা করতাম,কিন্তু সেগুলো গণনা করা যায় না।

6 কোরবানীতে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ,তুমি আমার উম্মুক্ত কর্ণ দিয়েছ;তুমি পোড়ানো-কোরবানী ও গুনাহ্‌র জন্য কোরবানী চাও নি;

7 তখন আমি বললাম, দেখ, আমি এসেছি;যেমন পাক-কিতাবে আমার বিষয় লেখা আছে।

8 হে আমার আল্লাহ্‌, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত,আর তোমার শরীয়ত আমার অন্তরে আছে।

9 আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা তবলিগ করেছি;দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না;হে মাবুদ, তুমি তা জান।

10 আমি তোমার ধর্মশীলতা নিজের হৃদয়মধ্যে সঙ্গোপন করি নি,তোমার বিশ্বস্ততা ও তোমার উদ্ধার তবলিগ করেছি;তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা মহাসমাজ থেকে গুপ্ত রাখি নি।

11 হে মাবুদ, তুমিও আমা থেকে তোমার করুণা রুদ্ধ করো না;তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততা সতত আমাকে রক্ষা করুক।