জবুর শরীফ 44:10-16 BACIB

10 তুমি বিপক্ষ থেকে আমাদেরকে ফিরাচ্ছ;আমাদের বিদ্বেষীরা আমাদের সর্বস্ব লুট করছে।

11 তুমি আমাদের জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত তুলে দিয়েছ,আমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছ।

12 তুমি তোমার লোকদের বিনামূল্যে বিক্রি করছো,তাদের জন্য কোন উঁচু মূল্য দাবী কর নি।

13 তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কারের বিষয়,আমাদের চারদিকের লোকদের কাছে উপহাস ও বিদ্রূপের পাত্র করেছে।

14 তুমি জাতিদের মধ্যে আমাদের প্রবাদের বিষয় করেছ,লোকবৃন্দের মধ্যে আমাদের অবজ্ঞার পাত্র করেছ।

15 সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে,আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করেছে,

16 তিরস্কারকারী ও নিন্দাকারীর রবের দরুন,দুশমন ও প্রতিহিংসাকারীর উপস্থিতির দরুণ।