জবুর শরীফ 47:2-8 BACIB

2 কেননা সর্বশক্তিমান মাবুদ ভয়াবহ,তিনি সমস্ত দুনিয়ার উপরে মহান বাদশাহ্‌।

3 তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন,জাতিদেরকে আমাদের পায়ের তলায় রাখেন।

4 তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন;তা ইয়াকুবের গর্বের বিষয়, যাকে তিনি মহব্বত করলেন। [সেলা।]

5 আল্লাহ্‌ জয়ধ্বনির উচ্চরব সহকারে,মাবুদ তূরীধ্বনির উচ্চরব সহকারে, উপরে উঠে গেলেন।

6 আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর;আমাদের বাদশাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর।

7 কেননা আল্লাহ্‌ সমস্ত দুনিয়ার বাদশাহ্‌;বুদ্ধি সহযোগে তাঁর প্রশংসা-গজল কর।

8 আল্লাহ্‌ জাতিদের উপরে রাজত্ব করেন;আল্লাহ্‌ তাঁর পবিত্র সিংহাসনে উপবিষ্ট।