জবুর শরীফ 49:12-18 BACIB

12 কিন্তু মানুষ ঐশ্বর্যশালী হলেও স্থির থাকে না;সে পশুদের মতই ধ্বংস হয়।

13 এই তাদের পথ, তাদের হীনবুদ্ধিতা;এবং তাদের পরে সেই লোকদেরও একই রকম গতি,যারা তাদের কথার অনুমোদন করে।[সেলা।]

14 তারা পাতালের জন্য নিযুক্ত ভেড়ার পালের মত,মৃত্যু তাদেরকে চরাবে;সরল লোকেরা প্রভাতে তাদের উপরে কর্তৃত্ব করবে;তাদের রূপ পাতালে নষ্ট হবে,তার কোন বসতিস্থান আর থাকবে না।

15 কিন্তু আল্লাহ্‌ পাতালের হাত থেকে আমার প্রাণ মুক্ত করবেন;কেননা তিনি আমাকে গ্রহণ করবেন।[সেলা।]

16 তুমি ভয় পেয়ো না, যখন কেউ ধনবান হয়,যখন তার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়,

17 কেননা মরণকালে সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না,তার ঐশ্বর্য তার সঙ্গে যাবে না।

18 সে জীবদ্দশায় তার প্রাণকে দোয়া করে বলতো,‘তুমি মঙ্গল করেছ বলে প্রশংসার পাত্র।’