জবুর শরীফ 50:1-7 BACIB

1 আল্লাহ্‌, মাবুদ আল্লাহ্‌ কথা বলেছেন,সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ততিনি দুনিয়াকে আহ্বান করেছেন।

2 সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে,আল্লাহ্‌ দেদীপ্যমান হয়েছেন।

3 আমাদের আল্লাহ্‌ আসবেন, নীরব থাকবেন না;তাঁর আগে আগুন গ্রাস করবে, তাঁর চারদিকে প্রবল ঝড় বইবে।

4 তিনি ঊর্ধ্বস্থিত বেহশতকে আহ্বান করবেন,দুনিয়াকেও ডাকবেন, স্বীয় লোকদের বিচারের জন্য।

5 আমার বিশ্বস্তদেরকে আমার কাছে একত্র কর,যারা কোরবানী নিয়ে আমার সঙ্গে নিয়ম করেছে।

6 আর বেহেশত তাঁর ধর্মশীলতা ঘোষণা করবে,কেননা আল্লাহ্‌ স্বয়ং বিচারকর্তা।[সেলা।]

7 হে আমার লোকেরা, শোন, আমি বলি;হে ইসরাইল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই।আমিই আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌।