জবুর শরীফ 51:11-17 BACIB

11 তোমার সম্মুখ থেকে আমাকে দূর করো না,তোমার পাক-রূহ্‌কে আমা থেকে হরণ করো না।

12 তোমার উদ্ধারের আনন্দ আমাকে পুনরায় দাও,ইচ্ছুক রূহ্‌ দ্বারা আমাকে ধরে রাখ।

13 আমি অধর্মাচারীদেরকে তোমার পথ শিক্ষা দেব,গুনাহ্‌গারেরা তোমার দিকে ফিরে আসবে।

14 হে আল্লাহ্‌, হে আমার উদ্ধারের আল্লাহ্‌,রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার কর,আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।

15 হে মালিক, আমার ওষ্ঠাধর খুলে দাও,আমার মুখ তোমার প্রশংসা তবলিগ করবে।

16 কেননা তুমি কোরবানীতে প্রীত নহ, হলে তা দিতাম,পোড়ানো-কোরবানীতে তোমার সন্তোষ নেই।

17 আল্লাহ্‌র কোরবানী হল ভগ্ন রূহ্‌;হে আল্লাহ্‌, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না।