জবুর শরীফ 56:5-11 BACIB

5 তারা সমস্ত দিন আমার কথার ভিন্ন অর্থ করে;তাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ।

6 তারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে,এভাবে তারা আমার প্রাণ নিপাতের অপেক্ষা করছে।

7 অধর্মের দ্বারা তারা কি বাঁচবে?হে আল্লাহ্‌, ক্রোধে জাতিদেরকে নিপাত কর।

8 তুমি আমার অস্থিরতা গণনা করছো;আমার নেত্রজল তোমার বোতলে রাখ;তা কি তোমার কিতাবে লেখা নেই?

9 সেদিন আমার দুশমনেরা ফিরে যাবে,যেদিন আমি তোমাকে ডাকি,আমি এটা জানি যে, আল্লাহ্‌ আমার সপক্ষ।

10 আল্লাহ্‌তে আমি [তাঁর] কালামের প্রশংসা করবো;মাবুদে [তাঁর] কালামের স্তুতি করবো।

11 আমি আল্লাহ্‌র উপরে নির্ভর করেছি, ভয় করবো না;মানুষ আমার কি করতে পারে?