জবুর শরীফ 56:7-13 BACIB

7 অধর্মের দ্বারা তারা কি বাঁচবে?হে আল্লাহ্‌, ক্রোধে জাতিদেরকে নিপাত কর।

8 তুমি আমার অস্থিরতা গণনা করছো;আমার নেত্রজল তোমার বোতলে রাখ;তা কি তোমার কিতাবে লেখা নেই?

9 সেদিন আমার দুশমনেরা ফিরে যাবে,যেদিন আমি তোমাকে ডাকি,আমি এটা জানি যে, আল্লাহ্‌ আমার সপক্ষ।

10 আল্লাহ্‌তে আমি [তাঁর] কালামের প্রশংসা করবো;মাবুদে [তাঁর] কালামের স্তুতি করবো।

11 আমি আল্লাহ্‌র উপরে নির্ভর করেছি, ভয় করবো না;মানুষ আমার কি করতে পারে?

12 হে আল্লাহ্‌, আমি তোমার কাছে মানতে আবদ্ধ;আমি তোমাকে শুকরিয়ার উপহার দেব।

13 তুমি তো মৃত্যু থেকে আমার প্রাণ উদ্ধার করেছ,তুমি কি পতন থেকে আমার চরণ উদ্ধার কর নি,যেন আমি জীবনের আলোতে আল্লাহ্‌র সাক্ষাতে গমনাগমন করি?