জবুর শরীফ 59:9-15 BACIB

9 হে আমার বল, আমি তোমার অপেক্ষা করবো;কেননা আল্লাহ্‌ আমার উচ্চদুর্গ।

10 আমার আল্লাহ্‌ তাঁর অটল মহব্বতে আমার সম্মুখবর্তী হবেন,আল্লাহ্‌ আমার গুপ্ত দুশমনদের দুর্দশা আমাকে দেখাবেন।

11 তুমি তাদেরকে হত্যা করো না,পাছে আমার লোকেরা ভুলে যায়;হে মালিক, আমাদের রক্ষাকারী ঢাল,তোমার শক্তিতে তাদেরকে ছড়িয়ে নিচে ফেল।

12 তাদের মুখের কথা মুখের গুনাহ্‌মাত্র;তাদের বদদোয়া ও মিথ্যা কথার জন্যতারা নিজেদের অহঙ্কারে ধরা পড়ুক,

13 তুমি সংহার কর তাদেরকে, ক্রোধে সংহার কর,যেন তারা আর না থাকে;তারা জানুক, আল্লাহ্‌ ইয়াকুবের মধ্যে কর্তৃত্ব করেন,দুনিয়ার প্রান্ত পর্যন্ত করেন। [সেলা।]

14 তারা সন্ধ্যাবেলা ফিরে আসুক,কুকুরের মত শব্দ করুক,নগরের চারদিকে ভ্রমণ করুক।

15 তারা খাদ্যের চেষ্টায় ঘুরে বেড়াবে,তৃপ্ত না হলে আর্তনাদ করবে।