জবুর শরীফ 60:2-8 BACIB

2 তুমি দেশ প্রকম্পান্বিত করেছ, বিদীর্ণ করেছ;দেশের ভঙ্গের প্রতিকার কর, কেননা দেশ টলছে।

3 তুমি তোমার লোকদেরকে কষ্ট দেখিয়েছ,তুমি আমাদের অস্থিরতারূপ মদ্য পান করিয়েছ।

4 যারা তোমাকে ভয় করে, তুমি তাদেরকে একটি নিশান দিয়েছ,যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।[সেলা।]

5 তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়,সেজন্য তুমি নিজের ডান হাত দিয়ে রক্ষা কর,আমাদের উত্তর দাও।

6 আল্লাহ্‌ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করে বলেছেন,আমি উল্লাস করবো, আমি শিখিম বিভাগ করবো,ও সুক্কোতের উপত্যকা পরিমাপ করবো।

7 গিলিয়দ আমার, মানশাও আমার;আর আফরাহীম আমার শিরস্ত্রাণ;এহুদা আমার বিচারদণ্ড;

8 মোয়াব দেশ আমার পা ধোয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা নিক্ষেপ করবো;হে পলেষ্টিয়া, তুমি আমার জন্য উচ্চধ্বনি কর।