1 হে আল্লাহ্, তুমি আমার আল্লাহ্;আমি সযত্নে তোমার খোঁজ করবো;আমার প্রাণ তোমার জন্য পিপাসিত,আমার দেহ তোমার জন্য ব্যাকুল,শুকনো ও ক্লান্তিকর দেশে, পানিবিহীন দেশে।
2 এভাবে আমি পবিত্র স্থানে তোমার মুখ চেয়ে থাকতাম,তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখবার জন্য।
3 কারণ তোমার অটল মহব্বত জীবন হতেও উত্তম;আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করবে।
4 এভাবে আমি সারা জীবন তোমার শুকরিয়া করবো,আমি তোমার নামে অঞ্জলি উঠাবো।