1 সমস্ত দুনিয়া! আল্লাহ্র উদ্দেশে আনন্দধ্বনি কর।
2 তাঁর নামের গৌরব ঘোষণা কর,তাঁর প্রশংসা গৌরবান্বিত কর।
3 আল্লাহ্কে বল, তোমার সমস্ত কাজ কি বিস্ময়কর!তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার দুশমনেরা,তোমার কর্তৃত্ব স্বীকার করবে।
4 সমস্ত দুনিয়া তোমার কাছে সেজ্দা করবে,ও তোমার উদ্দেশে কাওয়ালী করবে;তারা তোমার নাম ঘোষণা করবে।[সেলা।]
5 চল, আল্লাহ্র সমস্ত কাজ দেখ;মানুষের বিষয়ে তিনি স্বকর্মে ভয়াবহ।
6 তিনি সমুদ্রকে শুকনো ভূমিতে পরিণত করলেন;লোকেরা নদীর মধ্য দিয়ে পায়ে হেঁটে গমন করলো,তাঁতে সেই স্থানে আমরা আনন্দ করলাম।