17 আমি নিজের মুখে তাঁকে ডাকলাম,তাঁর উচ্চপ্রশংসা আমার জিহ্বাগ্রে ছিল।
18 যদি চিত্তে অধর্মের প্রতি তাকাতাম,তবে প্রভু শুনতেন না।
19 কিন্তু সত্যিই আল্লাহ্ শুনেছেন;তিনি আমার মুনাজাতে সাড়া দিয়েছেন।
20 আল্লাহ্ ধন্য হোন,যিনি আমার মুনাজাত এবং আমার উপর থেকে নিজের অটল মহব্বত,দূর করেন নি।