জবুর শরীফ 66:7-13 BACIB

7 তিনি নিজের পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন;তাঁর চোখ জাতিদেরকে নিরীক্ষণ করছে;বিদ্রোহীরা নিজেদের উঁচু না করুক।[সেলা।]

8 হে জাতিরা, আমাদের আল্লাহ্‌র শুকরিয়া কর,তাঁর প্রশংসা-ধ্বনি যেন শোনা যায়।

9 তিনিই আমাদের প্রাণ জীবিতদের সঙ্গে রাখেন,আমাদের চরণ টলতে দেন না।

10 কেননা, হে আল্লাহ্‌, তুমি আমাদের পরীক্ষা করেছ,রূপা পোড় দেবার মত করে আমাদেরকে পোড় দিয়েছ;

11 তুমি আমাদের জালে ফেলেছ,আমাদের কোমর ভারগ্রস্ত করেছ।

12 তুমি আমাদের মাথার উপর দিয়ে ঘোড়সওয়ারদেরকে চালিয়েছ;আমরা আগুন ও পানির মধ্য দিয়ে গমন করেছি;তবুও তুমি আমাদেরকে সমৃদ্ধি-স্থানে এনেছ।

13 আমি পোড়ানো-কোরবানী নিয়ে তোমার গৃহে প্রবেশ করবো,তোমার উদ্দেশে আমার সেসব মানত পূর্ণ করবো,