জবুর শরীফ 68:30-35 BACIB

30 তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর,জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর;তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক;যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।

31 মিসর থেকে প্রধান প্রধান লোক আসবে;ইথিওপিয়া শীঘ্র আল্লাহ্‌র কাছে হাত বাড়াবে।

32 হে দুনিয়ার সমস্ত রাজ্য, আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও;সেই প্রভুর প্রশংসা গান কর।[সেলা।]

33 যিনি আদিকালীন বেহেশতের বেহেশত দিয়ে রথারোহণে গমন করেন;শোন, তিনি তাঁর কণ্ঠস্বর, পরাক্রান্ত কণ্ঠস্বর পাঠান।

34 আল্লাহ্‌র পরাক্রম ঘোষণা কর;তাঁর মহিমা ইসরাইলের উপরে,তাঁর পরাক্রম আসমান জুড়ে রয়েছে।

35 হে আল্লাহ্‌, তুমি তোমার পবিত্র স্থানে ভয়াবহ;ইসরাইলের আল্লাহ্‌,তিনিই তাঁর লোকদেরকে পরাক্রম ও শক্তি দেন।আল্লাহ্‌ ধন্য হোন।