জবুর শরীফ 69:17-23 BACIB

17 তোমার এই গোলামের কাছ থেকে মুখ আচ্ছাদন করো না;কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দাও।

18 কাছে এসে আমার প্রাণ মুক্ত কর;আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার কর।

19 তুমি আমার দুর্নাম, আমার লজ্জা ও আমার সমস্ত অপমানের কথা জান;আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখবর্তী।

20 তিরস্কারে আমার মনোভঙ্গ হয়েছে, আমি অবসন্ন হলাম,আমি সহানুভূতির অপেক্ষা করলাম, কিন্তু তা পেলাম না;সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকেও পেলাম না।

21 আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল,আমার পিপাসাকালে অম্লরস পান করাল।

22 তাদের টেবিল তাদের সম্মুখে ফাঁদস্বরূপ হোক,শান্তিকালে তাদের পাশস্বরূপ হোক।

23 তাদের চোখ অন্ধ হোক, যেন তারা দেখতে না পায়;তুমি তাদের কোমর চির-কম্পনযুক্ত কর।