জবুর শরীফ 71:15-21 BACIB

15 আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করবে,তোমার উদ্ধার-কাজের কথা সমস্ত দিন বর্ণনা করবে,কেননা আমি তার সংখ্যা জানি না।

16 আমি আমার সার্বভৌম মাবুদের পরাক্রমের সমস্ত কাজ নিয়ে উপস্থিত হব;আমি তোমার, কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করবো।

17 হে আল্লাহ্‌, তুমি বাল্যকাল থেকে আমাকে শিক্ষা দিয়ে আসছ;আর এই পর্যন্ত আমি তোমার আশ্চর্য সমস্ত কাজ তবলিগ করছি।

18 হে আল্লাহ্‌, বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল পর্যন্তওআমাকে পরিত্যাগ করো না,যতদিন আমি পরের বংশধরদের কাছে তোমার বাহুবল,এবং তোমার পরাক্রম জ্ঞাত না করি।

19 হে আল্লাহ্‌, তোমার ধর্মশীলতা আসমান পর্যন্ত ব্যাপ্ত;তুমিই মহৎ মহৎ কাজ করেছ;হে আল্লাহ্‌, তোমার মত আর কে আছে?

20 তুমি আমাদেরকে অনেক দারুণ সঙ্কট দেখিয়েছ,তুমি ফিরে আমাদেরকে সঞ্জীবিত করবে,দুনিয়ার অধঃস্থান থেকে পুনর্বার উঠাবে।

21 তুমি আমার মহত্ত্ব বৃদ্ধি কর,এবং ফিরে আমাকে সান্ত্বনা দাও।