জবুর শরীফ 71:19-24 BACIB

19 হে আল্লাহ্‌, তোমার ধর্মশীলতা আসমান পর্যন্ত ব্যাপ্ত;তুমিই মহৎ মহৎ কাজ করেছ;হে আল্লাহ্‌, তোমার মত আর কে আছে?

20 তুমি আমাদেরকে অনেক দারুণ সঙ্কট দেখিয়েছ,তুমি ফিরে আমাদেরকে সঞ্জীবিত করবে,দুনিয়ার অধঃস্থান থেকে পুনর্বার উঠাবে।

21 তুমি আমার মহত্ত্ব বৃদ্ধি কর,এবং ফিরে আমাকে সান্ত্বনা দাও।

22 আবার আমি নেবল যন্ত্রে তোমার প্রশংসা করবো,হে আমার আল্লাহ্‌, তোমার বিশ্বস্ততার প্রশংসা-গজল করবো,হে ইসরাইলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে গজল গাইব।

23 তোমার উদ্দেশে গজল গাইবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করবে,আমার প্রাণও তা করবে, যা তুমি মুক্ত করেছ।

24 আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্মশীলতার কথা বলবে,কারণ তারা লজ্জিত হয়েছে, তারা হতাশ হয়েছে,যারা আমার অনিষ্ট চেষ্টা করে।