জবুর শরীফ 72:14-20 BACIB

14 তিনি চাতুরী ও দৌরাত্ম্য থেকে তাদের প্রাণ মুক্ত করবেন,তাঁর দৃষ্টিতে তাদের রক্ত বহুমূল্য হবে;

15 আর তারা জীবিত থাকবে ও তাঁকে সাবা দেশের সোনা দান করা যাবে,লোকে তাঁর জন্য নিরন্তর মুনাজাত করবে, সমস্ত দিন তাঁর শুকরিয়া করবে।

16 দেশের মধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হবে,তার ফল লেবাননের বনের মত দোলায়মান হবে;এবং নগরবাসীরা ভূমির ঘাসের মত প্রফুল্ল হবে।

17 তাঁর নাম অনন্তকাল পর্যন্ত স্থায়ী হবে;সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে;মানুষেরা তাঁতে দোয়া পাবে;সমস্ত জাতি তাঁকে সুখী বলবে।

18 মাবুদ আল্লাহ্‌ ধন্য হোন, যিনি ইসরাইলের আল্লাহ্‌;কেবল তিনিই অলৌকিক কাজ করেন।

19 তাঁর গৌরবান্বিত নাম অনন্তকাল ধরে ধন্য হোন;তাঁর গৌরবে সমস্ত দুনিয়া পরিপূর্ণ হোক।আমিন, আমিন।

20 ইয়াসির পুত্র দাউদের সমস্ত মুনাজাত সমাপ্ত।