জবুর শরীফ 74:6-12 BACIB

6 এখন তারা একেবারে সেই স্থানেরসমস্ত শিল্পকর্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভেঙ্গে ফেলে।

7 তারা তোমার পবিত্র স্থানে আগুন লাগিয়ে দিল,তোমার নামের আবাস ভূমিসাৎ করে নাপাক করলো।

8 তারা মনে মনে বললো, ‘আমরা তাদের একেবারে সংহার করি,’তারা দেশের মধ্যে আল্লাহ্‌র সমস্ত জমায়েত-স্থান পুড়িয়ে দিয়েছে।

9 আমরা আমাদের চিহ্নগুলো দেখতে পাই না, কোন নবী আর নেই;আমাদের কেউ জানে না, কত দিন এইভাবে চলবে।

10 হে আল্লাহ্‌, বিপক্ষ কতদিন তিরস্কার করবে?দুশমন কি চিরকাল তোমার নাম তুচ্ছ করবে?

11 তুমি তোমার হাত, তোমার ডান হাত, কেন সঙ্কুচিত করছো?সেটি বক্ষঃস্থল থেকে বের কর, দুশমনদের শেষ করে দাও।

12 তবুও আল্লাহ্‌ই পূর্বকাল থেকে আমার বাদশাহ্‌,দুনিয়ার মধ্যে উদ্ধারের সাধনকর্তা।