জবুর শরীফ 77:13-19 BACIB

13 হে আল্লাহ্‌, পবিত্রতায় তোমার পথ;আল্লাহ্‌র মত মহান আল্লাহ্‌ কে?

14 তুমিই সেই আল্লাহ্‌ যিনি অলৌকিক কাজ করে থাকেন,তুমি জাতিদের মধ্যে তোমার পরাক্রম প্রকাশ করেছ।

15 তুমি বাহুবল দ্বারা তোমার লোকদের,ইয়াকুবের ও ইউসুফের সন্তানদেরকে, মুক্ত করেছ। [সেলা।]

16 হে আল্লাহ্‌, জলরাশি তোমাকে দেখলো;জলরাশি তোমাকে দেখে কেঁপে উঠলো,সমস্ত জলধিও বিচলিত হল।

17 মেঘমালা পানির ধারা বর্ষণ করলো,আসমান গর্জন করলো,তোমার তীরগুলো চারদিকে চমকাতে লাগল।

18 ঘূর্ণিবাতাসে তোমার বজ্রের ধ্বনি হল,বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো,দুনিয়া কেঁপে উঠলো ও দুলতে লাগল।

19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল,বহু জলরাশির মধ্যে তোমার পথ ছিল,তোমার পদচিহ্ন জানা গেল না।