জবুর শরীফ 78:39-45 BACIB

39 তিনি স্মরণ করলেন যে, তারা মাংসমাত্র, বায়ুস্বরূপ,যা বয়ে গেলে আর ফিরে আসে না।

40 তারা মরুভূমিতে কতবার তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করলো,মরুভূমিতে কতবার তাঁকে দুঃখ দিল।

41 তারা ফিরে আল্লাহ্‌র পরীক্ষা করলো,ইসরাইলের পবিত্রতমকে অসন্তুষ্ট করলো।

42 তারা তাঁর ক্ষমতার কথা স্মরণ করলো না,সেই দিনকে স্মরণ করলো না, যেদিন তিনি তাদেরবিপক্ষের হাত থেকে মুক্ত করেছিলেন।

43 তিনি মিসরে তাঁর সমস্ত চিহ্ন-কাজ,সোয়নের মাঠে তাঁর অদ্ভুত সমস্ত লক্ষণ, স্থাপন করলেন।

44 তিনি রক্তে পরিণত করলেন তাদের সমস্ত নদী, তাদের প্রবাহগুলো,তাই তারা পানি পান করতে পারল না।

45 তিনি তাদের মধ্যে গ্রাসকারী ডাঁশ মাছি,ও বিনাশকারী ভেক প্রেরণ করলেন।