জবুর শরীফ 78:56-62 BACIB

56 তবুও তারা সর্বশক্তিমানের পরীক্ষা করলো,তাঁর বিদ্রোহী হল, তাঁর সমস্ত নির্দেশ পালন করলো না।

57 তারা সরে গেল, তাদের পূর্বপুরুষদের মত বেঈমানী করলো;তারা বেয়াড়া ধনুকের মত বেঁকে রইল।

58 কারণ তারা নিজেদের উচ্চস্থলীগুলোর দ্বারা তাঁকে অসন্তুষ্ট করলো,নিজেদের খোদাই-করা মূর্তিগুলো দ্বারা তাঁর অন্তর্জ্বালা জন্মাল।

59 আল্লাহ্‌ তা শুনে ক্রুদ্ধ হলেন,ইসরাইলকে সমপূর্ণভাবে অগ্রাহ্য করলেন।

60 তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করলেন,সেই তাঁবু, যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।

61 তিনি তাঁর বল বন্দীদশায়,তাঁর শোভা বিপক্ষের হাতে দিলেন।

62 তিনি তাঁর লোকদেরকে তলোয়ারের হস্তগত করলেন,তাঁর অধিকারের উপর উপর গজব নাজেল হল।