জবুর শরীফ 78:66-72 BACIB

66 তিনি তাঁর বিপক্ষ লোকদেরকে মেরে ফিরিয়ে দিলেন,তাদেরকে চিরকালীন তিরস্কারের পাত্র করলেন।

67 আর তিনি ইউসুফের তাঁবু অগ্রাহ্য করলেন,আফরাহীমের বংশকে মনোনীত করলেন না;

68 কিন্তু মনোনীত করলেন এহুদার বংশকে,ও তাঁর প্রিয় সিয়োন পর্বতকে।

69 তিনি তাঁর এবাদতখানা নির্মাণ করলেন,উঁচু আসমানের মত, দুনিয়ার মত,যা তিনি চিরতরে স্থাপন করেছেন।

70 তিনি তাঁর গোলাম দাউদকে মনোনীত করলেন,তাঁকে ভেড়ার খোঁয়াড় থেকে গ্রহণ করলেন;

71 তিনি দুধ দেওয়া ভেড়ীগুলোর পিছন থেকে তাঁকে আনলেন,তাঁর লোক ইয়াকুবকে ও তাঁর অধিকার ইসরাইলকে চরাতে দিলেন।

72 আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাদের চরালেন,তাঁর দক্ষ হাতে তাদেরকে চালালেন।