জবুর শরীফ 88:9-15 BACIB

9 আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে,আমি প্রতিদিন তোমাকে ডেকেছি,হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।

10 তুমি কি মৃতদের পক্ষে আশ্চর্য কাজ করবে?মৃতরা কি উঠে তোমার প্রশংসা গান করবে? [সেলা।]

11 কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত,বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হবে?

12 অন্ধকারে কি তোমার অলৌকিক কাজ,বিস্মৃতির দেশে কি তোমার ধর্মশীলতা জানা যাবে?

13 কিন্তু, হে মাবুদ, আমি তোমার উদ্দেশে আর্তনাদ করেছি,প্রাতে আমার মুনাজাত তোমার সম্মুখবর্তী হবে।

14 হে মাবুদ, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করছো?আমা থেকে কেন তোমার মুখ আড়াল কর?

15 বাল্যকাল থেকে আমি দুঃখী ও মৃতকল্প;আমি তোমার ত্রাসের ভারে সঙ্কুচিত।